রকি মজুমদার (৫ম পর্ব... কম্পিউটার টেকনোলজি)
আমার ইচ্ছে সফটওয়ার নিয়ে ডিপ্লোমা শেষ করব।কিছু দিন আগেই ঠিক করতে পারি নাই আসলেই কি আমি সফটওয়ার নিয়ে কিছু করতে পারব?।।হুম। আমি সিএসই কনফারেন্সে গিয়ে সত্যি এখন নিজের উপর অনেকটা ভরসা আসল । হ্যাঁ, আমি পারব নিজেকে নিয়ে কিছু করতে। এখানে শেষে এমন জিনিস শিখেছি যাতে, লাইফকে অনেক কিছু দিতে পারব।
কিরন চন্দ্র নামের আরেক শিক্ষার্থী
আমি কল্পনাও করি নি যে,আপনাদের এই কনফারেন্স আমার এত ভাল লাগবে। প্রথমে আমি কম্পিউটারের ছাত্র হিসেবে অনেক ভয়ে ছিলাম,সবাই বলত কম্পিঊটার নিয়ে পড়াশুনা করে জীবনে কি করতে পারবা ? কিন্তু এখন আমার কাছে ভরসা অনেক বেড়ে গেছে ।কারন এর উত্তর এখন আমার কাছে।আর এই ক্রেডিট টা সব এই কনফারেন্সের।আমি ফার্স্ট সেকেন্ড হতে পারি নি ঠিকই।কিন্তু এমন কিছু শিখেছি,যা আমাকে সারাজীবন ফার্স্ট সেকেন্ডের চাইতেও বেশি কিছু উপহার দিবে।
তানবির এইচ নোমান বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইন্সটিটিউট
অসাধারণ কনফারেন্স আমার জীবনের প্রথম কনফারেন্স এটা এত ভালে হবে কখনও কল্পনা করতে পারিনি আমি আমার সবচেয়ে বেশি খুশি লাগতেছে।
তিথী সাহা
সত্যি খুশি করার জন্য বলি নাই।আমার অনেক ভাল লাগছে ।ফার্স্ট আমার কনফারেন্সের প্রতি কোনো ইনটারেস্ট ছিল না।এমনিতে এটেন্ড করছিলাম।কিন্তু এটেন্ড না করলে সত্যি অনেক কিছু মিস করতাম।